সমাজবিরোধী ও তোলাবাজদের বিরুদ্ধে হুমকি ও পেশীশক্তি প্রদর্শনের অভিযোগ তুলে এবার পুলিশের দ্বারস্থ হলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল (Shyamal Mondal)। চিঠি লিখে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল।
সূত্রের খবর তিনবার বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন তিনি। বিগত দুবার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিল।বর্তমানে তাঁর তিনজন দেহরক্ষী রয়েছেন।তাতে যেন কোথাও ফাঁক ফোকর রয়েছে মনে করছেন তিনি।
ঠিক কী অভিযোগ বাসন্তীর বিধায়কের? এই বিষয়ে বিধায়ক শ্যামলের মণ্ডল বলেন, ‘বাসন্তী, ক্যানিং-সহ একাধিক বিধানসভা এলাকায় সরকারি কাজ এবং সংগঠনের কাজে ঘুরে বেড়াতে হয়। যেখানে অন্যায় দেখেছি প্রতিবাদ করেছি। এখন নানা ধরনের হুমকি পাচ্ছি। কিছু তোলাবাজ, মাটি মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এখন প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাই নিরাপত্তার অভাব বোধ করছি।’
আরো পড়ুন:Maoist posters:তৃণমূল নেতাদের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার উদ্ধার বাঁকুড়ায়