ঝড়, বৃষ্টি ও বন্যার আগাম প্রস্তুতি নিয়ে এবার বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী।আগামী ৬ মে নবান্ন (Nabanna) সভাঘরে এই বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

 

জানা যায় বৃষ্টির আগাম পূর্বাভাস এবং ঝড়ের আগাম সর্তকতামূলক প্রস্তুতি, কীভাবে করা হবে উদ্ধারকার্য এবং ত্রাণ বণ্টন, পুনর্গঠনের কাজ কীভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই বৈঠক ডেকেছেন মুখ্য সচিব।রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ, বিদ্যুত্‍ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক বসে রুটম্যাপ তৈরি করবেন মুখ্যসচিব।

 

অতীতের থেকে শিক্ষা নিয়ে এবার থেকে বৃষ্টি, বন্যা ও ঝড়ের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সম্প্রতি এক বৈঠকে নির্দেশ দিয়েছিলেন, ঝড়-বৃষ্টি বন্যার আগাম প্রস্তুতি রাজ্যকে নিয়ে রাখতে হবে। তার জেরেই রাজ্য প্রশাসনের এই জরুরি তত্‍পরতা বলে মনে করছে রাজনৈতিক মহল।