বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জ্বলে উঠেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ব্যাটে তাঁর দীর্ঘ দিন রানের খরা। ভারতের টেস্ট দল থেকে বাদ পড়া। সাংবাদিকের ‘হুমকি বিতর্ক’। সব কিছু পিছনে সরিয়েই জ্বলে উঠলেন তিনি। মাত্র ৩৮ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন। ১৯৫ রান তাড়া করতে নেমে তাঁর ব্যাটে ভর করে ভাল শুরু করতে পেরেছে গুজরাত টাইটান্স।

ওইদিন হায়দরাবাদকে হারানোর পরে একটি টুইট করেন ঋদ্ধি (Wriddhiman Saha)। সেখানে নিজের দু’টি ছবি দিয়ে ক্যাপশনে শিলিগুড়ির পাপালি লেখেন, ‘নট ডান ইয়েট’ যার বাংলা করলে দাঁড়ায়, ‘এখনও ফুরিয়ে যাইনি।’

আরও পড়ুন: Ben Stokes: রুটকে কেন ধন্যবাদ জানালেন স্টোকস!

সত্যিই, ওইদিন ম্যাচে হায়দরাবাদের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে ১১টি চার ও একটি ছক্কা থেকে পরিষ্কার, এখনও ব্যাটের ধার রয়েছে ঋদ্ধির (Wriddhiman Saha)। যে বোলিং আক্রমণের বিরুদ্ধে বিরাট কোহলী, রোহিত শর্মারা রান পাননি তাদের বিরুদ্ধে সাবলীল ব্যাট করেছেন ৩৮ বছরের ঋদ্ধি।