বুধবার তালডাংরায় নির্যাতিতা আদিবাসী তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু সেখানে নির্যাতিতার পরিবার শুভেন্দু অধিকারীকে দেখা মাত্রই স্পষ্ট করে বলে দে, আমাদের নিয়ে কোনো রাজনীতি করার দরকার নেই।পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে। কার্যত এরপরই ওই এলাকা ছেড়ে চলে যান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী,এবং সাংসদ সৌমিত্র খাঁ-সহ বিজেপি নেতারা।

উল্লেখ্য গত রবিবার সকালে তালডাংরা থানার আমডাংরার জঙ্গলে এক আদিবাসী যুবতীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে। যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে।

সূত্রের খবর বুধবার বিকেলে ওই ঘটনায় আদিবাসী পরিবারকে সমবেদনা জানাতে তালডাংরা গ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা-সহ বিজেপি নেতারা।কিন্তু এদিন বিজেপি নেতাদের বাড়ির ভিতরে ঢুকতে দেননি ওই যুবতীর পরিবারের লোকজন।বরং নির্যাতিতার পরিবার স্পষ্ট করে জানিয়ে দেন এদিন

 

 

 

 

তাঁরা রাজনৈতিক কোনো নেতার সঙ্গে কথা বলতে চান না। এবং তাদের নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই।যদিও এই প্রসঙ্গে শুভেন্দুর দাবি, পুলিশের অনেক কারসাজি করেছে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এসে এমন পরিবেশ তৈরী করেছে যাতে মনের কথা প্রকাশ না পায়। তাঁর দাবি পুলিশ প্রশাসনের অকর্মন্যতার জন্যে এমন ঘটনা ঘটছে ।

 

আরো পড়ুন:Suvendu Adhikari:বিজেপির হোয়াটসঅ্যাপ গ্ৰুপ ছাড়ছেন শুভেন্দু অধিকারী