পয়েন্ট তালিকায় ক্রমশ নীচে নামছে কলকাতা (KKR)। পরপর পাঁচ ম্যাচে হেরেছে শ্রেয়স আয়াররা। নিজেদের ম্যাচে শ্রেয়সরা যেমন হারছে, তেমনই তাঁদের নীচে থাকা দলগুলি একের পর এক ম্যাচ জিতে উপরে উঠে আসছে। ফলে চাপ বাড়ছে তাদের।
কলকাতা (KKR) এই মরসুমে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে । তার মধ্যে জিতেছে মাত্র তিনটি ম্যাচ। টানা পাঁচ ম্যাচে হেরে বিপর্যস্ত শ্রেয়সরা। ঠিক তাঁদের উপরে থাকা দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কলকাতার পয়েন্ট সংখ্যা সমান হলেও ঋষভ পন্থরা একটি ম্যাচ কম খেলেছেন। লিগের শেষ দু’টি দল এখনও চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতরা এখনও পর্যন্ত কোনও পয়েন্ট পাননি। চার পয়েন্ট নিয়ে নবম স্থানে চেন্নাই। আর ঠিক তাদের উপর অষ্টম স্থানে রয়েছে কলকাতা।
আরও পড়ুন: Rishi Dhawan: ঝষি ধাবনের মুখে বর্ম কেন?
অন্যদিকে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। এক সময় সবার শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। সাত ম্যাচ খেলে তারা জিতেছে পাঁচটি ম্যাচ। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচ খেলে রাজস্থান রয়্যালসের ঝুলিতেও ১০ পয়েন্ট। কলকাতার পরবর্তী ম্যাচ ২৮ এপ্রিল দিল্লির সাথে।