পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছাড়িয়ে দেওয়ার নাম করে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বাগদা (Bagda) পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে।
জানা যায়,উত্তর ২৪ পরগনার বাগদার হরিহরপুরের বাসিন্দা আজমিরা মণ্ডল। তাঁর স্বামী আতিয়ার মণ্ডল। আজমিরা দেবীর অভিযোগ, গত ১৭ এপ্রিল বাগদা থানার পুলিশ তাঁর স্বামীকে তুলে নিয়ে গিয়েছে।ওই গৃহবধূ ও তাঁর ছেলে জসীমউদ্দিন মণ্ডল ঘটনার পরের দিন সকালে স্থানীয় নাসির বিশ্বাস নামে এক যুবকের কাছে গোটা বিষয়টি জানান। এবার নাসির বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কাছে নিয়ে যান তাঁদের।
অভিযোগ, বিষয়টি মেটানোর জন্য গোপা রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে আসার জন্য বলেন আজমিরা দেবীকে। এখানেই শেষ নয়, সেই টাকা না নিয়ে এলে স্বামীকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবেন বলেও জানান। এবার কোনও রকমে আজমিরা ও তাঁর ছেলে ১ লক্ষ টাকা গোপা রায়ের হাতে তুলে দেন বলেও খবর। কিন্তু টাকা দেওয়ার পরও পুলিশ আতিয়ারকে ছেড়ে দেয়নি বলে অভিযোগ।জানা যায় এরপরই বিষয়টি নিয়ে সরব হন আজমিরা। তিনি প্রতারিত হয়েছেন এই অভিযোগ তুলে বনগাঁ তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠের কাছে লিখিত অভিযোগ জানান। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর।
আরো পড়ুন:Kalna: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে