গোপনে বিয়ে করে একাধিক বার সহবাস করার পরেও অন্য পাত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে কালনার (Kalna) তৃণমূল কাউন্সিলরের ছেলে।প্রতারিত হয়ে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা পূর্ব বর্ধমানের কালনার ১৭ নম্বর ওয়াডের পুর ভোটের বিজেপি প্রার্থী, প্রথম পক্ষের স্ত্রীর। এমনই অভিযোগ কালনার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কল্পনা বসুর ছেলে ইন্দ্রনীল বসুর বিরুদ্ধে।
সূত্রের খবর সদ্যই কল্পনা বসুর ছেলে ইন্দ্রনীল বসুর বিয়ে হয়েছে। এরপর চলছিল বৌভাতের অনুষ্ঠান। কিন্তু তখনই উঠল বিস্ফোরক অভিযোগ। কালনার এক বিজেপি নেত্রী দাবি করেন, অনেক দিন ধরে ইন্দ্রনীলের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক ছিল। ন’বছর আগে অর্থাত্ ২০১২ সালে মন্দিরে নিয়ে গিয়ে তাঁকে বিয়ে করেন ইন্দ্রনীল। দুই পরিবারই তখন সেই সম্পর্ক মেনে নেয়। স্ত্রীর মর্যাদা দেবেন বলে তাঁর সঙ্গে সহবাসেরও অভিযোগ তোলেন নির্যাতিতা।
কিন্তু গত কয়েক মাস আগে যোগাযোগ বন্ধ করে দেন ইন্দ্রনীল। এরপর ফের তাঁর বিয়ের খবর দু’দিন আগে পেয়ে ইন্দ্রনীলের বাড়িতে যান ওই বিজেপি নেত্রী। অভিযোগ, কল্পনা বসু ও ইন্দ্রনীল গালিগালাজ ও আত্মহত্যার প্ররোচনা দেন তাঁকে। তখনই মানসিক অবসাদ থেকে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা। বর্তমানে তিনি কালনা হাসপাতালে চিকিত্সাধীন। যদিও, গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তবে ইন্দ্রনীল জানিয়েছেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। গোটা বিষয়টি চক্রান্ত। এই ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর কল্পনা বসু জানিয়েছেন, থানা থেকে এই বিষয়ে কোনও অফিশিয়াল কপি তাঁর কাছে এখনো আসেনি। যে যুবতী অভিযোগ করছে তাঁর ছেলের বিরুদ্ধে, সে পুরভোটের বিজেপি পার্টির হয়ে লড়েছিল। স্বাভাবিকভাবেই রাজনৈতিক কারণে তাঁকে ও তাঁর পরিবারকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।গোটা বিষয়ে নির্যাতিতার দিদির অভিযোগ,আমার বোনের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি চাই এর যেন যথা উপযুক্ত বিচার হয়।ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরো পড়ুন:Nandigram:দুর্নীতির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান