গরু পাচারকাণ্ডে (Cattle smuggling) নাম জড়িয়েছিল প্রাক্তন বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিক সতীশ কুমারের।এবার প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে শনিবার গরু পাচার কাণ্ডের অভিযোগে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তবে কেন গ্রেফতার বিএসএফ কর্তা? ইডি সূত্রে দাবি, প্রাক্তন বিএসএফ কর্তা সতীশ কুমার গরু পাচারকারীদের থেকে ১২ কোটি টাকা নিয়েছিলেন। এই অভিযোগ পেতেই সতীশকে নয়াদিল্লিতে জেরার জন্য তলব করা হয়েছিল। দীর্ঘ ৮ ঘণ্টা জেরায় নানা তথ্য উঠে আসে ইডি আধিকারিকদের হাতে। সূত্রে খবর ওই ম্যারাথন জেরার পরও সতীশ কুমারের কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। তারপরই তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাচ্ছে, তাঁকে এদিন কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তাঁর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে, তিনি যে সময় ওই সীমান্ত এলাকায় ডিউটিতে ছিলেন, সেই সময় তাঁর সঙ্গে আর কোন কোন বিএসএফ অফিসাররা ছিলেন সেখানে।
আরো পড়ুন:Omar Abdullah:ইডির প্রশ্নের মুখে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী