এবারের আইপিএলে (IPL 2022) ট্রফির অন্যতম দাবিদার থাকা বেঙ্গালুরু রবিবার হায়দরাবাদের কাছে হারল ৯ উইকেটে। ডু-প্লেসির দল একশোও পেরোতে পারল না। অলআউট হয়ে গেল মাত্র ৬৮ রানে। এক উইকেট হারিয়েই সেই রান অনায়াসে তুলে নিল হায়দরাবাদ। এ বারের আইপিএলে সবচেয়ে কম রান এখনও পর্যন্ত বেঙ্গালুরুরই।
সুত্রের খবর, ২০১৩ সালে এই দিনেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছিল বেঙ্গালুরু। ক্রিস গেলের ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের সৌজন্যে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২৬৩/৫ তুলেছিল তারা। আইপিএলের ইতিহাসেও এখনও এটিই সর্বোচ্চ রান। আবার তার চার বছর পরে, অর্থাৎ ২০১৭ সালে ইডেন গার্ডেন্সে লজ্জার রেকর্ডের সম্মুখীন হয়েছিল তারা। অলআউট হয়ে যায় ৪৯ রানে, যেটিও আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন। এবারের আইপিএলে (IPL 2022) এখনও পর্যন্ত ৬৮ রানই সর্বনিম্ন।
আরও পড়ুন: Virat Kohli: ফের প্রথম বলেই আউট কোহলি
এবারের আইপিএলে (IPL 2022) হায়দরাবাদ টানা চারটি ম্যাচ জিতে খেলতে নেমেছিল। অন্যদিকে কোহলীরাও শেষ দু’টি ম্যাচে জিতেছিলেন। পয়েন্ট তালিকাতেও এগিয়ে ছিলেন হায়দরাবাদের থেকে।