প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu and Kashmir)। জঙ্গিদের নিশানায় সিআইএসএফ জওয়ানদের গাড়ি। হামলায় মারা গিয়েছেন এক এএসআই। আহত একাধিক জওয়ান।

সূত্রের খবর ভোর সাড়ে চারটে নাগাদ জম্মু চাড্ডা ক্যাম্পে ঘটনাটি ঘটে। বাসে চড়ে ১৫ জন জন সিআইএসএফ কর্মী আজ সকালে ডিউটিতে যাচ্ছিলেন।সেইসময় সিআইএসএফ জওয়ানদের বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।এমনকি গ্রেনেডও ছুঁড়েছে।পাল্টা জবাব দেন সিআইএসএফ জওয়ানরাও।আর সেই হামলায় এক জওয়ান শহিদ হন।এছাড়াও আহত হন আরও দুজন।তাদের আঘাত গুরুতর।

জানা যায় হামলার পরেই দুই জঙ্গি সেখান থেকে পালিয়ে সুঞ্জওয়ানে আত্মগোপন করে। পরে নিরাপত্তাবাহিনী সেখানে পৌঁছে দুই জঙ্গিকে নিকেশ করে।উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের বিশেষ ৩৭০ ধারা বাতিলের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম কাশ্মীর সফর। এই সফরে মোদী পাল্লি গ্রামের পঞ্চায়েত সদস্যদের নিয়ে এক বড় জনসভা করবেন।

 

আরো পড়ুন:Ukraine Conflict: মারিওপোলে চলছে ভয়াবহ লড়াই, মৃত প্রায় ৩০০০ ইউক্রেনীয় সেনা