আরও একবার ভারতের স্বাধীন বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান(Imran Khan)। তিনি এও দাবি করেন যাতে অবিলম্বে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে পাকিস্তানে নতুন করে সাধারণ নির্বাচন করা হয়।
বৃহস্পতিবার রাতে পাক পঞ্জাব প্রদেশের রাজধানী লাহৌরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর একটি সভার আয়োজন করা হয়। সেখানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান(Imran Khan) বলেছেন, ‘‘ভারত সরকারের বিদেশনীতির বৈশিষ্ট্য হল, তারা অন্যান্য দেশের সুবিধার আগে নিজের জনগণের জন্য চিন্তা করে।’’
গত মাসেও পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভারতের বিদেশনীতির প্রশংসা করেছিলেন ইমরান খান(Imran Khan)। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের আবহে পশ্চিমী দেশগুলির চাপ উপেক্ষা করে রাশিয়ার থেকে তেল কেনার চুক্তি স্বাক্ষর করেছে ভারত। ভারতের এই পদক্ষেপের প্রশংসা করে জাতীয় উদ্দেশে ভাষণে ইমরান বলেছিলেন, ‘‘বিশ্বের কোনও শক্তি ভারতকে তার স্বার্থের বিরুদ্ধে কিছু করতে বাধ্য করতে পারে না। কেউ ভারতকে নির্দেশ দিতে পারে না। আমেরিকা এবং তাঁর পশ্চিমী মিত্রেরা আমাদের যা বলছেন, তাঁরা ভারতকে তা বলতে পারবেন না। ভারত একটি সার্বভৌম দেশ বলেই কেউ তাকে বাধ্য করতে পারে না।’’
বৃহস্পতিবারও একই সুর শোনা গেলো ইমরান খানের গলায়। পিটিআই এর টুইট সূত্রে জানা গেছে লাহৌরের সভায় সদ্যনির্বাচিত পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ), পাকিস্তান পিপলস পার্টি, মুত্তাহিদা মজলিশ-ই-আমল, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান, বালুচিস্তান আওয়ামি পার্টি, জামহুরি ওয়াত্তারি পার্টি, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদ-ই-আজম) জোট সরকারকে বরখাস্ত করার দাবি তুলেছেন ইমরান খান।