“কয়েকদিন আগে বিজেপি (BJP) সরকার নাকি আদানি সরকারকে গালাগালি করত। সেই আদানিকে এখন পাত পেড়ে খাওয়ানো হচ্ছে।’
এভাবেই বৃহস্পতিবার দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার কলকাতায় ওয়ার্ল্ড বেঙ্গল বিজনেস কনফারেন্সে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে কেন্দ্রের
দিকে না তাকাতে বলেছিলেন, যাতে সংস্থাগুলি স্থাপন করে শিল্পপতিদের হয়রানি করা না হয়।
এ প্রসঙ্গে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “কোন জায়গায় কী কথা বলতে হবে, তা মানুষের বোঝা উচিত্। ওই ফোরামে এটা বলা ঠিক হয়নি।
সারা দেশের শিল্পপতিরা ব্যবসা করছেন। দুদিন আগে তিনি মোদী সরকারকে নাকি আদানি সরকারকে অপমান করেছিলেন।
এখন সেই আদানিকে পাত পেড়ে খাওয়ানো হচ্ছে। কথা বলছে, টাকা চেয়েছে।”
তিনি বলেন, “তারা সারা ভারতে ঘুরে বেড়াচ্ছে। তাদের ইডি বা সিবিআই নিয়ে কোনও সমস্যা নেই।
মুখ্যমন্ত্রী কোনওদিন তাদের সঙ্গে কথা বলতে চান না, পরিবার নিয়ে কথা বলতে চান না, নেতাদের সঙ্গে কথা বলতে চান না।
যে নেতারা চুরি করে তারা বাঁচবে না।” একই দিনে তিনি মুখ্যমন্ত্রীর বিশ্ব বেঙ্গল ব্যবসায়িক সম্মেলনকেও ব্যর্থ বলেন।