খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি দীপঙ্কর সণ্নিগ্রাহীকে ফোন করে।কিন্তু কেনো?

সূত্রের খবর, দিন চারেক আগে আচমকাই একটি ফোন যায় দীপঙ্করবাবুর কাছে। সেটি রিসিভ করতেই ওপ্রান্ত থেকে বলা হয়, “আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি।” স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক তথা তৃণমূল নেতা দীপঙ্কর। এরপর বেশ কিছুক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন তাঁর সঙ্গে।

জানা যায় এরপরই প্রশ্ন উঠছে অভিষেক কেন দীপঙ্করকে ফোন করলেন?‌যদিও সঠিক ভাবে কিছু জানাতে চাননি দীপঙ্কর।তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেদিনীপুরে ২৫টি ওয়ার্ড। আবার এই ১০ নম্বরে এবার পুরসভা নির্বাচনে জিতেছে সিপিআইএম। এখানে প্রার্থী তালিকা নিয়ে সমস্যা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের জেলা থেকে যাকে প্রার্থী করার কথা বলা হয়েছিল সেটা করা হয়নি। তারপর এখানে সিপিআইএম জেতায় প্রশ্ন ওঠে, সঠিকভাবে পরিশ্রম না করার জন্য কী এই হার?‌ হয়তো এই বিষয়ে জানতেই ফোন করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।এমনটাই মতামত রাজনৈতিক বিশ্লেষকদের।

 

আরো পড়ুন:Anubrata Mandal:এসএসকেএম থেকে অনুব্রতকে নিয়ে যাওয়া হল রামরিক হাসপাতালে