হাঁসখালিতে (Hanshkhali) গণধর্ষণের পর নাবালিকা খুনের ঘটনায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আজ, বুধবার জেপি নাড্ডাকে রিপোর্ট করবে।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সকাল ১১টায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে গিয়ে রিপোর্ট জমা দেবে।

৪ এপ্রিল নদিয়ার হাঁসখালির (Hanshkahli) শ্যামনগরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে।

অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গয়ালির ছেলে সোহেল গয়ালির বিরুদ্ধে।

প্রচণ্ড ব্যথায় অতিরিক্ত রক্তক্ষরণে নাবালিকার মৃত্যু হয়। গত ৫ এপ্রিল নাবালিকার বাবা-মা শেষকৃত্য সম্পন্ন করে।

শুধু তাই নয়, পরে গোটা শ্মশান জল দিয়ে ধুয়ে ফেলা হয় যাতে কোনও প্রমাণ পাওয়া না যায়। ওই ঘটনায় রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়।

এর পর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিজেপি।

ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিতে রয়েছেন উত্তরপ্রদেশের লোকসভা সদস্য রেখা বর্মা, উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, বিজেপির মহিলা

মোর্চার বিধায়ক বনাতি শ্রীনিবাসন, মহারাষ্ট্রের নেত্রী খুশবু সুন্দর এবং রাজ্যের ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

গত কয়েকদিন ধরে নদিয়ার হাঁসখালীতে নির্যাতিতার বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে দলটি।

দলটি শ্মশানটিও পরিদর্শন করেছে যেখানে মৃত্যু শংসাপত্র ছাড়াই নিহতের দেহ দাহ করা হয়েছিল।

এছাড়াও তারা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে। এসব তথ্য নিয়ে তদন্ত কমিটি আজ জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবে।