রাজ্যপালের (Governor) ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
রাজ্য-রাজ্যপাল সংঘাত বাংলায় অব্যাহত। রাজ্যপাল বারবার টুইট করেন যে, রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। বারবার রাজ্যের নানা বিষয় নিয়ে মন্তব্য করেছেন।
বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
যা নিয়ে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি।বিষয়টি ঠিক কী ঘটেছে? রাজ্যপাল-বিধানসভার স্পিকারের সংঘাতের সূত্রপাত বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে।
সেদিন বিধানসভায় যান রাজ্যপাল। স্পিকারের পাশে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনে রাজ্য সরকারকে আক্রমণ করেন জগদীপ ধনখড়।
তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে নিষেধ করেছিলেন রাজ্যপালকে (Governor)।
কিন্তু তিনি তা অগ্রাহ্য করে সংবাদমাধ্যমে রাজ্যের বিরুদ্ধে নানা কথা বলেন। তারই ক্ষোভপ্রকাশ করেন বিমান বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী বলেছেন বিধানসভার অধ্যক্ষ? আজ, সোমবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার অধ্যক্ষ।
তিনি বলেন, ‘রাজ্যপালের সংবিধান মেনে চলা উচিত। বিধানসভাকে রাজনৈতিক ক্ষেত্র হিসাবে ব্যবহার করছেন রাজ্যপাল।
তাঁকে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক না করার অনুরোধ করেছিলাম। তা সত্ত্বেও তিনি করেছেন।
রাজ্যপাল যা মনে করেছেন তাই করছেন। বিধানসভার গরিমা তিনি নষ্ট করেছেন। রাজভবনে গিয়ে যা খুশি বলতেই পারেন তিনি। বিধানসভায় বলা উচিত হয়নি।’
এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘রাজ্যপাল সংবিধান বোঝেন না, সেটা হতে পারে? বাংলার পরিষদীয় ব্যবস্থা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে, রাজ্যপাল তো বলবেনই।
স্পিকার বারবার রাজ্যপালকে আক্রমণ করেছেন। স্পিকারের উপস্থিতিতে হেনস্তার শিকারও হয়েছেন। আর কী বলতে পারেন উনি?’