আইপিএলে আবার করোনার থাবা দিল্লি ক্যাপিটালস শিবিরে। করোনা আক্রান্ত দিল্লির অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে। এর ফলে বুধবার দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস ম্যাচ অনিশ্চিত।

ফিজিও প্যাট্রিক ফারহার্টের পর করোনা আক্রান্ত হলেন মিচেল মার্শও (Mitchell Marsh)। ফারহার্ট করোনা আক্রান্ত হওয়ার পর দলের সকলের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়। তাতেই মার্শের পরীক্ষার ফল পজিটিভ আসে। দিল্লি শিবিরে করোনা আতঙ্ক আরও তীব্র হয়। নিশ্চিত হওয়ার জন্য দলের সকলের আরটিপিসিআর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম আরটিপিসিআর পরীক্ষার পর সকলের ফলই নেগেটিভ আসে। যদিও এদিন দিল্লি ফ্যাঞ্চাইজির পুনের যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। সাবধানতা হিসেবে দলের সব সদস্যকে হোটেলের ঘরে থাকার কথাই বলা হয়।

আরও পড়ুন: Rashid Khan: ম্যাচ জিতে কি বললেন রসিদ

সূত্রের খবর, মার্শের (Mitchell Marsh) শরীরে করোনার কিছু উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে। দলের চিকিৎসক, সামাজিক মাধ্যম কর্মীদের এক জন এবং দলের দায়িত্বে থাকা তিন হোটেল কর্মীও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।