শনিবার মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু-দিল্লি। সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬৬ রানে অপরাজিত থাকলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। মাত্র ৩৪টি বলে সেই রান তুলে দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন প্রাক্তন এই নাইট।
সুত্রের খবর, এক সাক্ষাৎকারে কার্তিক (Dinesh Karthik) বলেছিলেন, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। কথাটা যে নিছক মজা করতে বলেননি সেই প্রমাণই দিচ্ছেন এ বারের আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দারুণ ছন্দে রয়েছেন আরসিবি-র হয়ে। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে তাঁর সংগ্রহ ৬ ম্যাচে ১৯৭ রান। স্ট্রাইক রেট ২০৯.৫৭।
আরও পড়ুন: Aaron Finch: আইপিএলে কেকেআরের হয়ে নতুন নজির ফিঞ্চের
অন্যদিকে দিল্লির বিরুদ্ধে কার্তিক (Dinesh Karthik) যখন ব্যাট করতে নামেন, তখন বেঙ্গালুরু ১১.২ ওভারে ৯২ রানে হারিয়েছে ৫ উইকেট। সেখান থেকে কার্তিক, বাংলার শাহবাদ আহমেদকে সঙ্গে নিয়ে দলের স্কোর পৌঁছে দেন ১৮৯ রানে।