পানিহাটিতে (Panihati) তৃণমূলের কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। ধৃতের নাম ধনঞ্জয় কুমার। বিহারের পটনা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায় পাটনা থেকে গ্রেফতারির পর তাকে জিজ্ঞাসাবাদ করেছে বারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট।শনিবারই তাকে বারাকপুর আদালত ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়।

মূলত গত ১৩ মার্চ খুন হন পানিহাটি ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম।মার্চের শেষে এই খুনে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। খুনের নেপথ্যে উঠে আসে হোগলা বনের প্রমোটিং সংক্রান্ত বিবাদের তত্ত্বও। তবে এই খুনের নেপথ্যে থাকতে পারে আরও জটিল কোনও রহস্য। খুনে জড়িয়ে থাকতে পারে আরও অনেকেই। তেমনটাই মনে করছেন তদন্তকারীরা।

 

আরো পড়ুন:Zakaria Street:জাকারিয়া স্ট্রিটে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর