তৃণমূল কাউন্সিলরের ওপরে হামলা। অভিযোগের তীর নির্দল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরূদ্ধে।জানা যায় ঘটনাটি ঘটেছে বউবাজারের জাকারিয়া স্ট্রিটে (Zakaria Street)। রণক্ষেত্রের আকার নেয় ওই এলাকা। ঘটনাস্থলে আসে বৌবাজার থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।
সূত্রের খবর জাকারিয়া স্ট্রিটে স্কুটার নিয়ে যাচ্ছিলেন জসিমুদ্দিনের ভাই। স্কুটার নিয়ে যাওয়ার সময় নীরজ নামে একজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ। সেখান থেকেই দু’জনের বচসা গড়ায় হাতাহাতিতে। কোনওক্রমে একটি বাড়িতে ঢুকে প্রাণভয়ে দাদা জসিমুদ্দিনকে তাঁর ভাই ফোন করেন। যার পরই বৌবাজার থানায় ফোন করার পাশাপাশি নিজের বেশ কিছু অনুগামীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। যারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
তৃণমূলের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে দেড়শো-দুশো জন। তাঁরা ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়েষা কানিজের অনুগামী বলেই অভিযোগ তার। ঘিরে ধরার পর তাঁকে ‘কাবাব বানানোর লোহার স্টিক, বাঁশ-লাঠি, হকি স্টিক’ নিয়ে আক্রমণের চেষ্টা হয় বলেই অভিযোগ তাঁর। ধস্তাধস্তির মাঝে তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে বৌবাজার থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ‘জসিমুদ্দিনের ঘনিষ্ঠরাই বাঁশ, রড নিয়ে হামলা চালিয়েছে’ পাল্টা অভিযোগ ৪৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর আয়েষার স্বামীর ইরফান আলি তাজ।
আরো পড়ুন:Mamata Banerjee:উপনির্বাচনের জয়ের পর ট্যুইটে ভোটারদের ধন্যবাদ মমতার