মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের মন্ত্রিসভা থেকে ইস্তফা (Resignation) দিলেন কর্ণাটকের পঞ্চায়েতমন্ত্রী কেএস এসোয়ারাপ্পা।
দুর্নীতি ও এক ঠিকাদারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত তিনদিন ধরে তাঁর উপর ক্রমশ চাপ বাড়ছিল।
যদিও প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতার দাবি, তিনি যে নির্দোষ, তা তদন্তে প্রমাণিত হবে।
তারপর ফের তিনি মন্ত্রিসভায় ফিরবেন।শুক্রবার মন্ত্রিসভা থেকে ইস্তফার আগে নিজের ‘শক্তি’ প্রদর্শন করেন এসোয়ারাপ্পা।
নিজের কেন্দ্র শিবামোগ্গা থেকে ১০ টি গাড়ির কনভয় নিয়ে রওনা দেন।
হাইওয়ে বরাবর গুরুত্বপূর্ণ গ্রাম ও এলাকায় দাঁড়িয়ে পড়ে কনভয়। সেখানে এসোয়ারাপ্পাকে সংবর্ধনা দেওয়া হয়।
বাসবরাজকে এক লাইনের ইস্তফাপত্রে (Resignation) এসোয়ারাপ্পা বলেন, ‘আমি নিজের ইচ্ছায় মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছি।
‘গত মঙ্গলবার উদুপির একটি হোটেল থেকে সন্তোষ কে পাটিল নামে এক ঠিকাদারের দেহ উদ্ধার করা হয়।
সপ্তাহদুয়েক আগে বিজেপি কর্মী সন্তোষ অভিযোগ করেছিলেন, চার কোটি টাকার তহবিল মঞ্জুরের জন্য ৪০ শতাংশ ‘কাটমানি’ চাইছেন এসোয়ারাপ্পা।
দেহ উদ্ধার হওয়ার একদিন আগে হোয়্যাটসঅ্যাপে নিজের পরিচিতদের সুইসাইড নোটও পাঠান সন্তোষ। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে কর্ণাটক। পথে নামে কংগ্রেস।