রাজ্যে রাষ্ট্রপতি শাসন (Presidential rule) জারির সুপারিশ ক্রমশ এসেই যাচ্ছে বিরোধী দলগুলির থেকে।

রাজ্যে রাষ্ট্রপতি শাসন (Presidential rule) জারির সুপারিশ করার দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ওপর চাপ আরও বাড়াল বিরোধীরা।

বৃহস্পতিবার এই দাবিতে একযোগে সরব হয়েছে বাম – বিজেপি ও কংগ্রেস। তাদের দাবি, কথা বলার দিন আর নেই, এবার করে দেখান ধনখড়।

এদিন দিলীপ ঘোষ বলেন, সাংবিধানিক প্রধান হিসাবে সংবিধানকে রক্ষা করছেন রাজ্যপাল।

কিন্তু তাঁকে পদক্ষেপ করতে হবে। রাজ্যে ভোটের পর বিরোধীদের মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে শাসকদল।

সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে প্রলোভন দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে। একমাত্র সুবিধা করতে পারছেন না রাজ্যপালকে।

তাই তাঁর পিছনে লেগেছে। রাজ্যপালের হাতে যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করার সময় এসেছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘রাজ্যপালের অনেক জ্ঞান আমরা শুনেছি। কিন্তু এই পরিস্থিতি থেকে রাজ্য কী ভাবে বেরোবে তার পথ দেখান উনি।

রাজনৈতিক ভাবে নয়, প্রশাসনিকভাবে কী ভাবে রাজ্যে শান্তি ফেরানো যেতে পারে তার পথ দেখাতে হবে ওনাকেই।’

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘রাজ্যপাল অট্টালিকায় থাকা মানুষ। উনি সাধারণ মানুষের জীবনের দুঃখ কষ্ট কি বুঝবেন? অট্টালিকা ধসে পড়ছে।’