দীপক চাহারকে (Deepak Chahar) চেন্নাই সুপার কিংস ১৪ কোটি টাকা দিয়ে কিনেছিল। কিন্তু সরকারি ভাবে ছিটকে গেলেন দীপক। চোটের জন্য এই ক্রিকেটারের এ বারের আইপিএলে খেলাই হবে না তাঁর। শুধু চেন্নাই নয়, অন্যদিকে ধাক্কা খেল কলকাতাও। তরুণ ক্রিকেটার রসিখ সালামও পিঠের চোটের জন্য এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় হর্ষিত রানা যোগ দিলেন কেকেআরে। তবে চেন্নাই দীপকের কোনও পরিবর্তের নাম ঘোষণা করেনি।
সুত্রের খবর, প্রথমে জানা গিয়েছিল অস্ত্রোপচারের জন্য পুরো আইপিএলেই খেলতে পারবেন না দীপক চাহার (Deepak Chahar)। পরে আবার জানা যায়, এখনই অস্ত্রোপচার করাবেন না। ফলে আইপিএলে পরের দিকে তাঁকে পাওয়া যাবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারাতে যান দীপক। কিন্তু সেখানে গিয়ে আবার চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। এখন গোটা আইপিএলেই তাঁর খেলার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: Joe Root: ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব থেকে ইস্তফা দিলেন রুট
পাশাপাশি, কেকেআর গত দুই ম্যাচে শিবম মাভির জায়গায় খেলিয়েছে রসিখকে। তবে খুব একটা খারাপ খেলেননি তিনি। দুই ম্যাচ মিলিয়ে ২৮ রান খেলেও কোনও উইকেট পাননি। তবে চোটের কারণে দীপকের (Deepak Chahar) মতো তাঁকেও পাবে না কেকেআর।