গুজরাত টাইটান্স দলের অধিনায়ক হার্দিক পান্ড্য়া (Hardik Pandya)। তবে এই অলরাউন্ডার পুরো ওভার শেষ করতে পারেননি। চোটের কারণে ২.৩ ওভার করেই মাঠ ছাড়েন হার্দিক। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে ম্যাচে দুর্ধর্ষ খেলার পর তাঁর চোট দেখে চিন্তা ছিল গুজরাত টাইটান্স দলের। কিন্তু ম্যাচ শেষে নিজেই চিন্তা মুক্ত করলেন তিনি।

ম্যাচ শেষে হার্দিক (Hardik Pandya) বললেন, “অনেক কাজ করেছি। পায়ে একটু টান লেগেছিল, খুব একটা বড় কিছু নয়।” চোটের কারণে বেশ কিছু বছর বল করতে পারেননি তিনি। তাই তাঁর পায়ে ফের চোট লাগায় আশঙ্কা তৈরি হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চোট বড় না হওয়ায় পরের ম্যাচে খেলতে হার্দিকের কোনও বাধা নেই বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Deepak Chahar: সরকরিভাবে আইপিএল থেকেই ছিটকে গেলেন দীপক চাহার

অন্যদিকে, বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮৭ রানে অপরাজিত থাকেন হার্দিক (Hardik Pandya)। একটি উইকেটও নেন তিনি। একটি রান আউটও করেন হার্দিক। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে হার্দিকের গুজরাত।