বীরভূমের নানুরে (Nanur) বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতার দাবি, তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। যদিও নানুর ব্লক তৃণমূল সভাপতির দাবি, বিষয়টি সম্পর্কে তাঁদের কিছু জানা নেই।

 

মূলত বীরভূমের বিজেপি জেলা কমিটির সদস্য তারক সাহার অভিযোগ করেন, বুধবার সিউড়িতে শুভেন্দু অধিকারীর মিছিলে যোগ দেন তিনি। ঐ দিন মধ্যরাতে তিনি বাড়ি ফেরার পর কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়।তিনি পাঁচিল টপকে পালিয়ে যান। তাঁর অনুপস্থিতিতে দুষ্কৃতিরা তাঁর বাড়িতে তাণ্ডব চালায় ও পরিবারের সদস্যদের কাছে তাঁকে খুনের হুমকি দেয় বলে তারক সাহার অভিযোগ।

 

জানা যায় গত বিধানসভা নির্বাচনে নানুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন তারক সাহা। যদিও, হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনায় কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।

 

আরো পড়ুন:Agnimitra Paul : অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ