আগের ম্যাচে গুজরাতের কাছে হেরেছিল পাঞ্জাব। তবে হারের ধাক্কা কাটিয়ে ফের জয়ের সরণিতে ফিরল তারা। পাঁচ ম্যাচে তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল পাঞ্জাব। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারাল তারা। ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করা ছাড়াও, কঠিন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অধিনায়ক ময়ঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)। তাই তাঁকে ম্যাচের সেরা হিসেবে বেছে নিলেন আইপিএলের আম্পায়ার, ম্যাচ রেফারিরা।

প্রথম উইকেটে শিখর ধবনের সঙ্গে দুরন্ত শুরুটা করেন ময়ঙ্ক (Mayank Agarwal)। বাসিল থাম্পিই হোক বা জয়দেব উনাদকাট, কোনও বোলারকেই তাঁরা রেয়াত করছিলেন না। আক্রমণের মূল দায়িত্ব নিয়েছিলেন ময়ঙ্কই। ৩২ বলে ৫২ রান করেন তিনি। এটাই এ বারের আইপিএলে তাঁর প্রথম অর্ধশতরান। ময়ঙ্ক যখন ফিরলেন তখন পাঞ্জাবের স্কোরবোর্ডে ৯৭ রান উঠে গিয়েছে।

আরও পড়ুন: Umesh Yadav: উমেশের প্রসংশা করলেন টিম সাউদি

এর পর ফিল্ডিংয়ের সময়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ময়ঙ্ক (Mayank Agarwal)। কাগিসো রাবাডাকে বুদ্ধি করে ব্যবহার করেছেন। পাশাপাশি তিলক বর্মাকে রান আউটও করেন তিনি।