রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চেন্নাই জিতলেও তিনটি সহজ ক্যাচ ছাড়েন মুকেশ চৌধরী। ভুল করলে বকাবকি না করে কাছে ডেকে বুঝিয়ে দেন। যাতে সেই ভুল আর না হয় সেই পরামর্শ দেন। সেই পরামর্শদাতার ভূমিকায় আবারও দেখা গেল এমএস ধোনিকে (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের তরুণ ভারতীয় ক্রিকেটার মুকেশকে এগিয়ে এসে পরামর্শ দিলেন তিনি। তাঁর এই ব্যবহার আবারও কেড়ে নিল নেটিজেনদের মন।
মুকেশের মতো একজন তরুণ ক্রিকেটার এ ভাবে ক্যাচ ফস্কে যে মুষড়ে পড়তে পারেন, সেটা ধোনি (MS Dhoni) জানতেন। তাই তিনি নিজেই এগিয়ে গেলেন তাঁর দিকে। মাহিশ থিকশানার বলে শাহবাজ আহমেদ আউট হওয়ার পরে যখন গোটা দল উল্লাস করছে তখন মুকেশের কাছে গিয়ে তাঁর কাঁধে হাত রেখে বেশ কিছু ক্ষণ তাঁকে বোঝান ধোনি। এই ভিডিও নেটমাধ্যমে প্রকাশ হওয়ার পরে ধোনির প্রশংসা করেছেন সমর্থকরা।
আরও পড়ুন: Hardik Pandya: আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম একশো ছয় মারার নজির গড়লেন হার্দিক
সূত্রের খবর, ম্যাচের অষ্টম ওভারে বেঙ্গালুরুর সুয়াস প্রভুদেশাইয়ের ক্যাচ ছাড়েন মুকেশ। ১২তম ওভারে ডোয়েন ব্র্যাভোর বলে সুয়াসের ক্যাচ আরও এক বার ছাড়েন এই তরুণ বাঁ হাতি বোলার। শেষ ঘটনা ঘটে ম্যাচের ১৫তম ওভারে। দীনেশ কার্তিকের সহজ ক্যাচ ছাড়েন তিনি। (MS Dhoni)