ইউক্রেনের সেনা হামলা চালানোর পরে পশ্চিমী দেশগুলির নিন্দায় সরব হলেও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে চুপ থেকেছে ভারত। ফলে ভারতকে বিভিন্নভাবে কড়া বার্তা দিয়েছিল আমেরিকা। সোমবার রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সাথে ভার্চুয়াল বৈঠক হয় নরেন্দ্র মোদির(Modi-Biden)।
সোমবারে অনুষ্ঠিত হওয়া ভার্চুয়াল বৈঠকটিতে ইউক্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Modi-Biden)। তিনি বলেছেন সরাসরি রাশিয়ার সমালোচনা না করলেও ভারত ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে যথেষ্ট চিন্তিত। সাথে তিনি এও যোগ করেন রাশিয়া এবং ইউক্রেনের আলোচনায় আস্থা রয়েছে ভারতের। তাঁর বিশ্বাস এই আলোচনার মাধ্যমেই পরবর্তীকালে যুদ্ধবিরতি ঘোষণা হবে।
বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে প্রধানমন্ত্রী(Modi-Biden) বলেছেন, ‘আমরা ইউক্রেনের নাগরিকদের নিরাপত্তাকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। ক্রমাগত ইউক্রেনের নাগরিকদের সাহায্য পাঠানো হচ্ছে। সম্প্রতি বুচা শহরে নিরীহদের হত্যার ঘটনা খুবই উদ্বেগজনক। আমরা তত্ক্ষণাত্ ধিক্কার জানিয়েছি। ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি তুলেছি।’
এছাড়াও আমেরিকা ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মার্কিন প্রেসিডেন্টকে মনে করিয়ে মোদি বলেছেন, ‘যখন গত সেপ্টেম্বরে আমি ওয়াশিংটন এসেছিলাম, আপনি বলেছিলেন ভারত আর আমেরিকার অংশীদারিত্ব বিশ্বের অনেক সমস্যার সমাধান করবে। আমি আপনার সঙ্গে সহমত। বিশ্বের বৃহত্তম এবং সবথেকে পুরনো গণতান্ত্রিক দুই দেশ আমরা। তাই আমরা স্বাভাবিকভাবেই অংশীদার।’