এবারের আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স। সেই দলের অধিনায়ক হার্দিক পান্ড্য়া (Hardik Pandya)। আইপিএলে ভালো খেলছে হার্দিকের দল। তবে জয়ের হ্যাটট্রিকের পরে অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হল তাদের। যদিও প্রথম ম্যাচে হারের পরেও অবশ্য খুব বেশি চিন্তা করতে রাজি নন হার্দিক।

ম্যাচ শেষে হার্দিক (Hardik Pandya) তাঁর দলের ক্রিকেটারদের বলেন, ‘‘আমরা ১০ রান কম করেছিলাম। সেটাই তফাত করে দিল। আমাদের বোলাররাও ভাল বল করেছে। কিন্তু দু’ওভারে খেলা ঘুরে গেল। আইপিএলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। প্রতিটা খেলা টান টান হয়। কোনও ম্যাচ আমরা জিতব। কোনও ম্যাচ হারব। খেলায় তো হার-জিত আছেই।’’

আরও পড়ুন: Yuzvendra Chahal: চহলের বিস্ফোরক মন্তব্যে ক্রিকেটারকে জেরা করতে চায় ইংল্যান্ডের ক্লাব

পাশাপাশি হার্দিক (Hardik Pandya) আরও বলেন, ‘‘আমাদের লক্ষ্য একই রকম থাকবে। নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। আগামী ম্যাচে যাতে আগের ম্যাচের ভুল না হয় সেই চেষ্টা করব। কয়েক দিন পরেই আমাদের পরের খেলা। সবাইকে বলেছি মনকে হাল্কা রেখে খেলা উপভোগ করতে। তা হলেই ভাল ফল হবে।’’