রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল (Dhankar) জগদীপ ধনখড়। রাম নবমীতে সহিংসতা ও নদীয়া জেলার হাঁসখালিতে
১৪ বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীর কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সোমবার বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন।
এ বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
রাম নবমীতে স্বেচ্ছাসেবকদের ওপর হামলা হয়। রাজ্যে নারীরা নিরাপদ নয়। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে।
প্রসঙ্গত, রাম নবমী উপলক্ষে মিছিলে হামলার অভিযোগ উঠেছে বাঁকুড়া ও হাওড়ায়।
এতে ভিএইচপি এবং আরএসএস কর্মীরা আহত হয়েছেন, যদিও সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, কোনও ঘটনা ঘটেনি।
রাজ্যপাল (Dhankar) ধনখড় ট্যুইট করেছেন, শুভেন্দু অধিকারী নদিয়ায় ১৪ বছর
বয়সী একটি মেয়ের গণধর্ষণ করে মৃত্যু এবং রাম ভক্ত #রাম নবমীর উপর নৃশংসতার তদন্তের দাবী করেছেন।
উভয়ই নারীর বিরুদ্ধে অপরাধের উদ্বেগজনক অবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে, রাজ্যপাল উভয় ক্ষেত্রেই সিএসের কাছে অবিলম্বে রিপোর্ট চেয়েছেন।
উল্লেখ্য, রবিবার রাম নবমীর সমাবেশ চলাকালীন, উত্তেজনাপূর্ণ
পরিস্থিতির তথ্য অনেক জায়গা থেকে প্রকাশিত হলেও হাওড়ার শিবপুরে দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে।
তারপরে দুই পক্ষ থেকে ইট পাথর এবং খালি বোতল ছোঁড়া হয়েছে।
রবিবার এই সংঘর্ষের পর গোটা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।