দিল্লি-গুয়াহাটি বিমানে যাতায়াতের পথে এক কংগ্রেস (Congress) নেত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। জ্বালানির লাগাতার দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রশ্ন তোলেন কংগ্রেস মন্ত্রী। তাঁর প্রশ্নে স্মৃতি ইরানির উত্তর শুনে রীতিমত চক্ষুচড়কগাছ হয় ওই কংগ্রেস মন্ত্রীর।

 

ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেস (Congress) নেত্রী নেট্টা ডিসুজা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে প্রশ্ন করছেন জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে। জবাবে স্মৃতি ইরানিকে বলতে শোনা যায়,’আপনি বিমান যাত্রীদের যাতায়াতের পথ আটকাচ্ছেন।’এরপর রান্নার গ্যাস নিয়েও প্রশ্ন করেন ওই কংগ্রেস নেত্রী। তিনি বলেন, ‘গ্যাস ওভেন আছে কিন্তু গ্যাস নেই।’এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা যায়,’মিথ্যা বলবেন না। আপনি ভুলভাবে ব্যাখ্যা করছেন ম্যাডাম।’

 

জানা যায় নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ওই ভিডিওটি পোস্ট করেন কংগ্রেস নেত্রী নেট্টা ডিসুজা। ট্যাগ করেন কেন্দ্রীয় মন্ত্রীকেও। ক্যাপশনে লেখেন,’গুয়াহাটি যাওয়ার পথে মোদির মন্ত্রীর মুখোমুখি হলাম। রান্নার গ্যাসের অসহনীয় তথা ক্রমবর্ধমান দাম সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি দোষারোপ করলেন ভ্যাকসিন, রেশন এমনকি দেশের গরিবিকে!সাধারণ মানুষের দুর্দশা নিয়ে তিনি যে প্রতিক্রিয়া দেখালেন, ভিডিওতে সেগুলি দেখুন!’

 

আরো পড়ুন:Protest against price increase:পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের