পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে (Pandaveswar) বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে গুলি করার অভিযোগ।দু’রাউন্ড গুলি চালিয়ে পালায় দুই দুষ্কৃতী।বিজেপির অভিযোগ, গাড়ির কাঁচ ভেদ করে গুলি ভিতরে ঢুকে যায়।

 

সূত্রের খবর বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায় থাকেন দুর্গাপুর শহরে। আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে রবিবার শেষ দিনের প্রচার ছিল।ভোটের প্রচার পর্ব শেষে গাড়িতে করে পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুর ফিরছিলেন। সেই সময়েই তাঁর গাড়ি লক্ষ্য করে দুই জন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকায়। একটি গুলি লাগে গাড়ির সামনের কাঁচে। কাঁচ ফুটো করে গুলি গাড়ির ভিতরে ঢুকে যায়। তবে জিতেন চট্টোপাধ্যায়ের গায়ে কোনও আঘাত লাগেনি বলেই জানিয়েছেন বিজেপি নেতা।

 

জিতেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে প্রাণে মেরে ফেলার জন্যই এই হামলা। তবে, এটি কোনও ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক হামলা – সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশকর্মীরা। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা করা হয়নি পুলিশের কাছে।

 

আরো পড়ুন:Agnimitra Paul:সাংবাদিক বৈঠক করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল