দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মগরাহাটের মাগুরপুকুর এলাকায় শনিবার সকালে এক সিভিক ভলান্টিয়র-সহ দু’জনকে গুলি করে ও কুপিয়ে খুনের ঘটনায় ফের রাজ্যের আইনৃশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল ।
সূত্রের খবর নিহত দুজনের নাম বরুণ চক্রবর্তী এবং মলয় মাখাল। জানে আলম অ্যান্ড কোম্পানি নামক একটি সংস্থা থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর গবাদি পশুর হাড় দিয়ে বিভিন্ন দ্রব্য উত্পাদন করে ওই সংস্থা। সেখানেই নাকি টাকা দিয়েছিলেন নিহত দুই ব্যক্তি। বিগত অনেকদিন ধরে টাকা ফেরত চাইলেও সেই টাকা ফেরত পাচ্ছিলেন না।পরিবার সূত্রের খবর আজ টাকা ফেরত দেওয়ার নাম করে ডেকেই খুন করা হয়েছে। গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে উভয়কে।জানা যায় ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।
মূলত জোড়া খুনে সকাল থেকেই উত্তপ্ত মগরাহাটের পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে, ভাঙচুর করা হয় গাড়ি। বেশ কিছু গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও খবর। পুলিশ দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ক্ষোভে ফেটে পড়েছে জনতা।এমন মর্মান্তিক হত্যা নিয়ে মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা বলেন, “বিচারে ফাঁসি হলে তাই হবে। প্রকাশ হয়ে গেছে জানে আলম খুন করেছে।”
আরো পড়ুন:Arrested:রামপুরহাট হত্যাকাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার চার জন