শেষমেশ রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)-এর আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রায় দু’ঘন্টা ধরে কথাবার্তা বলেন ধনকড়-মমতা। সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তাঁদের আলোচনায়।
একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও সাক্ষাতের বিষয় মুখে কুলুপ নবান্নের।
রাজ্যপালের (Jagdeep Dhankar)তরফেও টুইট করে স্রেফ মুখ্যমন্ত্রীর আগমন বার্তাই দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী-রাজ্যপাল তথা রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানের সম্পর্কে শীতলতা অনেকদিনের।
বারবার রাজ্যের পরিস্থিতি নিয়ে টুইটে সরব হয়েছেন, যা আপত্তিকর বলে মনে করে তৃণমূল নেতৃত্ব।
রাজ্যপালের লাগাতার টুইট আক্রমণের কার্যত বিরক্ত হয়ে টুইটারে তাঁকে ব্লক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের সাংবিধানিক প্রধান যে নিজের কাজের এক্তিয়ারের বাইরে বেরিয়ে কাজ করছেন, তা নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল নেতারা।
আগেও রাজ্যপাল ধনকড় সামগ্রিক পরিস্থিতি আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন। প্রশাসনিক ব্যস্ততা থাকায় মুখ্যমন্ত্রী রাজভবনে উপস্থিত হতে পারেননি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান সস্ত্রীক জগদীপ ধনকড়। প্রায় ২ ঘণ্টা ধরে দুজনের মধ্যে কথাবার্তা হয়।
টুইটে রাজ্যপাল জানান, মূলত আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই। মুখ্যমন্ত্রী তাঁকে সমস্ত তথ্য দেন।
সূত্রের খবর, নবান্ন-রাজভবন একযোগে কাজ করবে, মুখ্যমন্ত্রীকে এই আশ্বাসও দিয়েছেন ধনকড়।