পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান ওরফে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। এবার এক দিনের ক্রিকেটে সর্বকালের সেরাদের তালিকায় ১৫ নম্বরে উঠে এলেন বাবর আজম (৮৯১)। তিনি টপকে গেলেন সচিন তেন্ডুলকরকেও (৮৮৭)। দু’জনের মধ্যে রানের ব্যবধান মাত্র চার।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজে তিনটি এক দিনের ম্যাচের মধ্যে দু’টিতে শতরান করেছেন বাবর আজম (Babar Azam)। অস্ট্রেলিয়াকে সেই সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় পাকিস্তান। তিনটি ইনিংসে বাবরের সংগ্রহ ২৭৬ রান। তিনটি টেস্টে বাবর মোট করেন ৩৯০ রান।
আরও পড়ুন: Rohit Sharma: দলকে জয়ের সরণিতে আনতে রোহিতের টোটকা
তবে এবার সর্বকালের তালিকায় সচিনকে টপকে গেলেন বাবর (Babar Azam)। সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের জাহির আব্বাস। সাত নম্বরে রয়েছেন জাভেদ মিঁয়াদাদ। পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী রয়েছেন ছ’নম্বরে। এক দিনের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার ভিভ রিচার্ডস। তাঁর সংগ্রহ ৯৩৫ পয়েন্ট।