বাংলায় আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যসভায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সরাসরি তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি।

বুধবার ‘অপরাধী শনাক্তকরণ বিল, ২০২২’ সংক্রান্ত জবাবি ভাষণ রাখছিলেন অমিত শাহ। সেই সময় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং অমিত শাহকে প্রশ্ন করেন, তিনি গুজরাতে গেলে এফআইআর করা হচ্ছে কেন? অমিত শাহ (Amit Shah) নিজেও তো গুজরাতের মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এ সম্পর্কে জানি না। তবে বাংলায় গেলে তো প্রাণই চলে যাবে। সেখানে না যাওয়াই ভাল। ২০১৯ সালে ভোটের আগে আমি গেছিলাম। আমার রোডশোয়ে হামলা হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়িতেও হামলা চালানো হয়েছিল। ফ্যাসিস্ট শব্দের নতুন সংজ্ঞা দিয়েছে বাংলার সরকার।’ পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘পশ্চিমবঙ্গ নিয়ে অমিত শাহের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। তিনি যখন কলকাতায় মিছিল করছিলেন, সেখানে হামলা হয়। ডায়মন্ডহারবারে বিজেপি সভাপতি জে পি নড্ডার গাড়ির ওপরে হামলা হয়েছিল।’

এরপরই তৃণমূলের সাংসদ সৌগত রায় পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘অমিত শাহ বাজে কথা বলেছেন। তিনি তো এত বার আমাদের রাজ্যে এসেছেন। তিনি কি খুন হয়েছেন? জে পি নড্ডা কি খুন হয়েছেন? তাঁর সামনের একটি গাড়িতে ইট পড়েছিল।’ পরে সৌগতবাবু বলেন, ‘ফ্যাসিস্টরা বাংলায় নেই। ফ্যাসিস্ট হল বিজেপি। তারা দাঙ্গা করায়। অমিত শাহের নাকের ডগায় দিল্লিতে হিংসা হয়েছে।’

 

আরো পড়ুন:Modi : বিজেপি ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের’ লক্ষ্যে অবিচল