এবারের আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টস।সেই দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৩ বলে ৫১ রান করেন দীপক। ম্যাচ জেতানো সেই ইনিংসের পরেই দীপককে প্রশংসায় ভরিয়ে দেন লখনউ অধিনায়ক। ২৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে নামেন দীপক। অধিনায়কের সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন তিনি। ১৬৯ রান তোলে লখনউ।
সূত্রের খবর, লখনউ অধিনায়ক রাহুল (KL Rahul) বলেন, “সুযোগ কাজে লাগাচ্ছে দীপক। ও এমন একজন ক্রিকেটার হয়ে উঠছে যার উপর মিডল অর্ডারে ভরসা করা যায়।” তবে দলের শুরুর দিকের ব্যাটিং নিয়ে চিন্তিত রাহুল। তিনি বলেন, “শুরুতেই তিন উইকেট হারানো কাজের কথা নয়। নিজেদের সময় দিতে হবে। আমাদের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। ডেথ বোলিংয়েও আমাদের শক্তি রয়েছে। আমাদের ব্যাটিংকে শিখতে হবে কী ভাবে আউট না হয়েও চার খুঁজে পাওয়া যায়।”
আরও পড়ুন: Rishabh Pant: খারাপ সময়ে কার সাথে কথা বলতেন ঋষভ পন্থ!
রাহুল (KL Rahul)আরও বলেন, “শেষ ৩-৪ মরসুম আমি দীপকের সঙ্গে খেলছি। ও নেট থেকে বেরোতেই চায় না। ভাল ব্যাট করলে এত ক্ষণ নেটে অনুশীলন করার প্রয়োজন পড়ে না। কিন্তু ও কিছুতেই নেট থেকে বেরোয় না।”