পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর (Pakistan) জন্য বিচারপতি আর আজমত সইদের নাম প্রস্তাব করল ইমরান খানের দল।

নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণাকারী পানামা বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি আজমত সইদ।

সইদ ১৯৯৭ সালে নওয়াজ শরিফ কর্তৃক প্রতিষ্ঠিত এহতাসাব ব্যুরোর বিশেষ প্রসিকিউটর হিসাবেও কাজ করেছিলেন।

পাকিস্তানের (Pakistan) সংবিধানের ২২৪ অনুচ্ছেদের অধীনে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী

হিসাবে বহাল থাকতে পারেন, তবে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।

রবিবার নাটকীয় পরিস্থিতির মধ্যে ইমরানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সংবাধিন বিরোধী বলে বাতিল করে দেন তাঁর অনুরাগী

হিসেবে পরিচিত ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন পাক প্রেসিডেন্ট