সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই প্রকাশ্যে এল ঝালদা কাণ্ডের চাঞ্চল্যকর অডিও ক্লিপ। তাতে স্পষ্ট শোনা যাচ্ছে তপন কান্দুকে (Tapan Kandu) তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে।পরিবারের তরফে সামনে আনা ওই অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা স্থানীয় তৃণমূল কর্মী অমল কান্দুর বলে অভিযোগ।তাদের অভিযোগ, শুধু ঝালদা থানার আইসি নন, তৃণমূল কর্মীরাও কংগ্রেস কাউন্সিলরকে হুমকি দিচ্ছিলেন।

 

সূত্রের খবর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে চাঞ্চল্য কর অডিও ক্লিপ প্রকাশ্যে আনে তপন কান্দুর (Tapan Kandu) পরিবারের সদস্যরা। অভিযোগ, তৃণমূল কর্মীরাও কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে হুমকি দিতেন।যেখানে তাঁকে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়া হয়। তপনের পরিবারের আরও দাবি, শুধু ঝালদা থানার আইসি নন, তৃণমূল কর্মীরাও কংগ্রেস কাউন্সিলরকে হুমকি দিচ্ছিলেন। এই অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে দেওয়া হবে বলেও জানিয়েছেন কাউন্সিলরের পরিবারের সদস্যরা।

 

এই প্রসঙ্গে অমল বলেন, ‘‌কণ্ঠস্বরটি আমার। তবে এটা অনেক আগের। ভোটেরও আগের। ২২-‌২৩ ফেব্রুয়ারির।’‌

 

আরো পড়ুন:CBI investigation:তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ