সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে শ্রীলঙ্কা (Srilanka)। তলানিতে ঠেকেছে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার ভান্ডার। চরমে উঠেছে জ্বালানির সঙ্কট। 

এই পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য ৪০ হাজার টন চাল পাঠাচ্ছে ভারত
        
ঋণের দায়ে জর্জরিত হয়ে কার্যত দেউলিয়া অবস্থা শ্রীলঙ্কার। যেটুকু খাদ্যদ্রব্য অবশিষ্ট রয়েছে তার দামও হয়েছে আকাশছোঁয়া। 

এই অবস্থায় ভারত থেকে শ্রীলঙ্কায় (Srilanka) প্রথমবারের জন্য খাবার ও জ্বালানি সরবরাহ করে সাহায্য পৌঁছে দেওয়া হল।

সূত্রের খবর, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের একটি তেলের জ্বালানির ট্যাঙ্ক পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায়।

শনিবার একটি ৬ হাজার মেট্রিক টনের জাহাজ পৌঁছে গিয়েছে সেখানে। শ্রীলঙ্কার সাইলন ইলেকট্রিসি বোর্ডের মজুত জ্বালানি শেষ হয়ে গিয়েছে।

সেই কারণে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে সে দেশ। সেই কারণেই জ্বালানি তেল দিয়ে প্রাথমিক সাহায্য পৌঁছে দিল ভারত।

শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতেবায়া রাজাপক্ষে জরুরি অবস্থা ঘোষণা করেন। এরফলেই শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতেই আপাতত ক্ষমতা যাচ্ছে।

রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভ আছড়ে পড়ার পড়ার পরেই শুক্রবার জরুরি অবস্থা জারির ঘোষণা সেদেশের রাষ্ট্রপতির।

মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের জোড়া ফলায় বিধ্বস্ত সে দেশ। বিদেশি মুদ্রার তহবিল তলানিতে ঠেকায় জ্বালানি কিনতেও পারছে না শ্রীলঙ্কা।