রুশ আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন দেশ সোচ্চার হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করার জন্য রুশ আগ্রাসন নিয়ে নাম না করেই পুতিনকে তুলোধোনা করলেন পোপ ফ্রান্সিস(Pope Francis)। এক ভাষণে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘জাতীয়তাবাদী স্বার্থের জন্য ইউক্রেনের ওপর রাশিয়া আক্রমণ বজায় রেখেছে।’

রাশিয়া-ইউক্রেন সংঘাতের নিন্দা করে তিনি এদিন বলেন, ‘যুদ্ধ কখনও কোন সুস্থ সমাধানের পথ প্রসারিত করেনা। আলোর মাঝে একরাশ অন্ধকার ছড়িয়ে দেওয়া ছাড়া যুদ্ধ আর কিছুই করতে পারতে। রাশিয়া ইউক্রেন সংঘাতে এত মৃত্যু আমাকে প্রচণ্ড ভাবে ব্যথিত করেছে। জাতীয়তাবাদী স্বার্থের জন্য ইউক্রেনের ওপর রাশিয়া তার হামলা জারী রেখেছে। যুদ্ধ কেবল মৃত্যু, ধ্বংস এবং ঘৃণা নিয়ে আসে, অনেক মানুষের জীবনে এর শক্তিশালী প্রভাব পড়েছে এবং তা আমাদের সবাইকে প্রভাবিত করেছে।’

সাথে তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী স্বার্থের দাবির’ আড়ালে ‘একজন শাসক’ একটি ‘বর্বর আক্রমণ’ দিয়ে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে! অবিলম্বে এই হিংসা বন্ধ হওয়া দরকার।’

এর আগেও বহুবার পোপ ফ্রান্সিস(Pope Francis) যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন। ইউক্রেনে রাশিয়ার করা ‘বিশেষ সামরিক অভিযান’ শব্দের বিরুদ্ধেও তীব্র আপত্তি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী প্রায় লক্ষাধিক শিশু ইতিমধ্যে অসহায় হয়ে পড়েছে এই যুদ্ধের কারণে। যুদ্ধের কারণে দেশ ছেড়েছে প্রায় ৬০ হাজার শিশু এবং নিহত হয়েছে ১৩৯ জন শিশু। এই প্রসঙ্গ তুলেই পোপ ফ্রান্সিস বলেন যে এই মৃত্যু-মিছিল অবিলম্বে বন্ধ হওয়া দরকার।