রাজনৈতিক ক্ষেত্রে দাঙ্গা এখন যেন দৈনন্দিন এর ঘটনা। প্রত্যেকদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা (Political Letter ) উঠে আসছে।

আর তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গের একাংশ।
শিল্পীরা অনেকেই পরপর রাজ্যে ঘটে যাওয়া হিংসার ঘটনাকে তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখেছেন এবং বিচার চেয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা (Political Letter ) যেমন রামপুরহাট কান্ড ,আনিস খান হত্যাকাণ্ড, পূর্ব বর্ধমানের তুহিনা খাতুন এর আত্মহত্যার ঘটনা সকলকেই নাড়িয়ে দিয়েছে।

আর তাই শনিবার একটি চিঠির (Political Letter )মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে সেই চিঠিতে সই করেছেন একাধিক বিশিষ্ট মানুষ।
তাদের মধ্যে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ,অপর্ণা সেন ,শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ,পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন ,রূপসা দাশগুপ্ত, রুপম ইসলাম ,অনুপম রায়, ঋদ্ধি সেন , সোহিনী সরকার প্রমুখ।

এই বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং অভিনেতাদের একটাই আরজি রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে যে অশান্তি তা যেন বন্ধ করা হয়।
তা বন্ধ করার জন্য যেন সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন :Tomato:গরমের ট্যান তুলুন এই একটামাত্র উপাদান দিয়ে