দক্ষিণ চিলির বাসিন্দা (Christina) ক্রিস্টিনা কালদেরনের বয়স হয়েছিল ৯৩ বছর, এই বয়সে মৃত্যুটা অস্বাভাবিক কিছু নয় বরং খুবই স্বাভাবিক।
তবে তার এই মৃত্যুটা পৃথিবীকে একটা ধাক্কাই দিয়ে গেছে। কারণ, তার প্রয়াণে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে একটা ভাষাও ।
ক্রিস্টিনার ভাষার নাম ইয়ামানা । ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এখনও পৃথিবীতে আছেন, তবে কালের বির্বতনে হারিয়ে ফেলেছেন তাদের নিজস্ব ভাষা।
ক্রিস্টিনাই (Christina)ইয়ামানা ভাষায় কথা বলতে পারা শেষ ব্যক্তি।
চিলির ভিলা উকিকা শহরে থাকতেন ক্রিস্টিনা। সংসার চালাতেন উলের মোজা বিক্রি করে।
বিলুপ্তির পথে থাকা ইয়ামানা ভাষাটি টিকিয়ে রেখেছিলেন ক্রিস্টিনা ও তার বোন।
২০০৩ সালে তার বোন মারা যান, এরপর ক্রিস্টিনা একাই ধরেছিলেন বিলুপ্তির মুখে থাকা ভাষাটির হাল।
চিলিতে এখনো ইয়াগান জনগোষ্ঠীর বারোশোর মতো সদস্য টিকে আছে। তবে উচ্চারণে একটু কঠিন হওয়ায় ক্রিস্টিনাদের পরের প্রজন্ম ইয়ামানা ত্যাগ করে।
ক্রিস্টিনার নাতনি লিদিয়া গঞ্জালেস ভাষায়, ‘তিনি শুধু নিজেই মারা যাননি, তার সাথে ইয়াগান সংস্কৃতির একটি স্মৃতিও বিলুপ্ত হয়ে গেল।’