এবার রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে মাটি খুঁড়ে বালতিভর্তি বোমা উদ্ধার করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে এক অভিযুক্তের বাড়ির কাছেই মিলেছে ওই বোমা।
জানা যায় রবিবার পুলিশের কাছে বোমা রাখার এই খবর পৌঁছায়। তারপর তারা খবর দেয় বোম ডিসপোজাল স্কোয়াডের (Bomb disposal squad) কাছে। এলাকাবাসীদের মতে যেখান থেকে বোমা উদ্ধার করা হয়েছে সেই জায়গা নজু শেখের। এই জায়গায় ইট-পাথর-জঙ্গলের স্তূপ সরিয়ে প্রথমে কিছুই পাওয়া যায়নি।পরে দ্বিতীয়বার সন্ধান করা হলে মাটির নিচে রাখা কাঠের পাটাতন সরিয়ে উদ্ধার করা হয় জারভর্তি বোমা।
মূলত ২১ মার্চের পর এখনও থমথমে রামপুরহাটের বগটুই গ্রাম। চলছে জিজ্ঞাসাবাদ। জট খুলতে চেষ্টা চালাচ্ছে সিবিআই-এর আধিকারিকরা। রবিবার বগটুই কাণ্ডের অন্যতম দুই প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখ ও শেখলাল শেখের বয়ান রেকর্ড করেছে সিবিআই। এরইমধ্যে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে এক অভিযুক্তের বাড়ির কাছেই বোমাতঙ্ক।
আরো পড়ুন:Dev:এবার বগটুই কাণ্ড নিয়ে মুখ খুললেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব