বুধবার আইপিএলের ম্যাচে নতুন নজির গড়লেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। প্রথম দু’ওভারেই দু’টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আর দু’টি ওভারই ছিল মেডেন। সেই সময় হর্ষলের বোলিং বিশ্লেষণ ছিল ২-২-০-২। পাশাপাশি দু’টি মেডেন নিয়ে হর্ষল ছুঁয়ে ফেললেন মহম্মদ সিরাজকে।

এ বারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন হর্ষল (Harshal Patel)।আইপিএলে সিরাজের পর হর্ষলই এক মাত্র বোলার যিনি একই ম্যাচে দু’টি মেডেন ওভার করলেন। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চার ওভার বল করে হর্ষল ১১ রান দিয়ে দু’উইকেট নেন।

আরও পড়ুন: Kylian Mbappe: এমবাপের জোড়া গোলে জয়ী ফ্রান্স

অন্যদিকে হর্ষলের (Harshal Patel) মতো সিরাজও এক ম্যাচে দু’টি মেডেন ওভার করার নজির গড়েছিলেন কেকেআরের বিরুদ্ধেই। সূত্রের খবর, ২০২০ সালের আইপিএলে কলকাতার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের সেই ম্যাচে চার ওভার বল করে সিরাজ দু’টি মেডেন করেছিলেন। আট রান দিয়ে তুলে নিয়েছিলেন রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা ও টম ব্যান্টনের উইকেট। তিনিই ম্যাচের সেরা হয়েছিলেন। যদিও হর্ষল (Harshal Patel) ম্যাচের সেরা হননি।