লোকসভা উপ নির্বাচনের আগে আসানসোল (Asansol) পৌরনিগমের কংগ্রেস কাউন্সিলর জাকির হোসেন এবং নির্দল কাউন্সিলর টুম্পা চৌধুরি সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করলেন।
জানা যায় বৃহস্পতিবার আসানসোল (Asansol) রবীন্দ্রভবনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগ দেন ৫৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ জাকির হোসেন এবং ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা চৌধুরী। দু’জনেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার দেখেই তাঁরা তৃণমূলে এসেছেন। অন্যদিকে একই মঞ্চে তৃণমূলে যোগ দেওয়ানো হয় কুলটি ডিসেরগড় অঞ্চলের নির্দল নেতা চাঁদ খানকে।এই চাঁদ খানকে যোগদান করানোয় অসন্তোষ প্রকাশ করেছেন কুলটির ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান আচার্য ।
বিমান আচার্য এ বিষয়ে বলেন, “গত পৌরভোটে আমার পুত্রবধু শুকলা আচার্য তৃণমূল প্রার্থী হয়েছিলেন।ওই ওয়ার্ডেই চাঁদ খান নিজের স্ত্রীকে দাঁড় করায় আমার পুত্রবধুর বিরুদ্ধে গোঁজ প্রার্থী হিসাবে।ফলে আসনটি তৃণমূলকে হারতে হয় ।”
আরো পড়ুন:Mamata Banerjee:পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে মোমো বানালেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়