রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine) যুদ্ধের মাঝে বহুবার শান্তি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইতিমধ্যে অনেকবার দুই দেশের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতিতম আলোচনা সভাটি তুরস্কের ইস্তাম্বুলে হয়। তবে বৈঠকের পরের দিনই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ(Dmitry Peskov) জানিয়েছেন বৈঠকে এমন কিছু অগ্রগতি হয়নি যা নিয়ে আশাবাদী হওয়া যায়।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র জানিয়েছেন, ‘যেটা ইতিবাচক তা হলো ইউক্রেনিয়ানরা অন্তত কাগজে-কলমে তাদের প্রস্তাব তুলে ধরেছে। এতদিনে অন্তত সেটা হাতে পাওয়া গেছে। বাকিটা যা হয়েছে, তাকে আমরা বড় কোনো অগ্রগতি বলতে পারিনা। খুব বেশি আশা করার মত কিছু নেই।’
দিমিত্রি পেসকভ(Dmitry Peskov) এর কথায় ক্রিমিয়া রাশিয়ার অংশ। রাশিয়ার কোন ভৌগোলিক অঞ্চল নিয়ে কোনো পক্ষের সাথে কোন ধরনের মীমাংসা বা আলোচনা রাশিয়ার সংবিধানে নিষিদ্ধ। পেসকভের কথাতে সম্পূর্ণ স্পষ্ট ইস্তাম্বুলের বৈঠকে(Russia-Ukraine) ইউক্রেনের আনা প্রস্তাবে রাশিয়া মোটেই খুশি হয়নি।
তিন ঘন্টার বৈঠকে ইউক্রেন রাশিয়ার কাছে লিখিতভাবে তাদের প্রস্তাব বা শর্ত দেয়। কিন্তু ইউক্রেনের আনা অনেকগুলি প্রস্তাবেই রাশিয়া রাজি হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ক্রিমিয়া এবং ডনবাসের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার ভবিষ্যৎ নিয়ে অন্য কারো সাথে কখনোই রাশিয়া কোন আপোষ বা মীমাংসা করবে না। ক্রিমিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ(Dmitry Peskov) এর গলাতেও এই সুর স্পষ্ট।