পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া (Ness Wadia)। আইপিএলে মহিলাদের দল তৈরিতে তিনি তাঁর আগ্ৰহের কথা জানান। আগামী বছর থেকে মহিলাদের আইপিএল শুরুর পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই প্রতিযোগিতায় দল কিনতে আগ্রহী আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস।

সুত্রের খবর গত সপ্তাহেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে মহিলাদের আইপিএল শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আর সেই প্রসঙ্গেই ওয়াদিয়া (Ness Wadia) জানিয়েছেন, ‘‘এটা নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। মহিলাদের আইপিএল আগামী বছর থেকে শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। আইপিএলের বর্তমান ফ্র্যাঞ্চাইজিগুলিকেই প্রথম সুযোগ দেওয়া হবে নতুন প্রতিযোগিতায় খেলার।’’ তিনি আরও বলেন, ‘‘এখন মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ চলছে। এই প্রতিযোগিতা নিয়ে প্রবল উৎসাহ দেখছি। ভারত ছিটকে যাওয়ায় অসংখ্য মানুষ হতাশ হয়েছেন।’’

  আরও পড়ুন: Deepika Kumari: এশিয়ান গেমসে নেই দীপিকা

আবার, মহিলাদের আইপিএলে দলে নেওয়ার জন্য ন্যূনতম কত টাকা লাগবে তা এখনও ঠিক জানেন না ওয়াদিয়া (Ness Wadia)। ওয়াদিয়া জানিয়েছেন, মহিলাদের দল তৈরির জন্য টাকা সমস্যা হবে না। তাঁর ভাষায়, ‘‘এটা বিসিসিআই ঠিক করবে। আমাকে জিজ্ঞেস করলে বলব, আমি অত্যন্ত আগ্রহী দল তৈরি করতে। আমার বিশ্বাস এই প্রতিযোগিতাও খুব জনপ্রিয় হবে।’’