বাংলার বিজেপি সাংসদদের (BJP) নিজের বাসভবনে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামী বুধবার সকাল সাড়ে ৮টায় তাঁদের ডেকে পাঠিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতঃরাশের কথা সাংসদদের। 

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান,

‘আগামী বুধবার প্রধানমন্ত্রী বাংলার ১৭ জন বিজেপি সাংসদকে দিল্লিতে নিজের বাসভবনে ডেকে পাঠিয়েছেন।

সকলেই ওই বৈঠকে অংশ নেবেন। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা প্রধানমন্ত্রী বাংলার বিজেপি সাংসদদের মুখ থেকে শুনবেন।’

আরও পড়ুন : Narendra Modi : মোদীর অজানা গল্প বলবে এই পোর্টাল

গত ২১ মার্চ রাতে খুন হন রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ।

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বর্তমানে বগটুই কাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই।

ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে চলছে জিজ্ঞাসাবাদ।

নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রের ফরেনসিক টিম। পুলিশও ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের নথি হস্তান্তর করেছে।

এই ঘটনা নিয়ে আপাতত সরগরম রাজনৈতিক মহল। কেন্দ্র ও রাজ্যের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত।

তার আগে আমতায় ছাত্রনেতা আনিস খান হত্যা কাণ্ড নিয়েও কম আলোচনা হয়নি।

বুধবার বাংলার বিজেপি সাংসদদের কাছ থেকে বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।

এদিকে, সোমবার সকালে রাজ্য বিধানসভায় নজিরবিহীন কাণ্ড ঘটে। তৃণমূল এবং বিজেপি (BJP) বিধায়ককে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

চুঁচুড়ার বিধায়কের নাক ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর উপর হামলা চালান।

বর্তমানে ওই বিধায়ক ভরতি হাসপাতালে। এই ঘটনার দিনই প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন বিজেপি সাংসদরা।

তাই এই আমন্ত্রণ যে যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।