যুজবেন্দ্র চহল (Yuzvendra Chahal) আরসিবি-র হয়ে টানা আট বছর খেলেছেন। কিন্তু এ বার তাঁকে দলে রাখেনি আরসিবি। নিলামেও কেনেনি। নতুন দল রাজস্থান রয়্যালসের হয়ে নামার আগে পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। জানালেন, কথা রাখেনি ব্যাঙ্গালোর।
সূত্রের খবর, চহল (Yuzvendra Chahal) তাঁর পুরোনো দল প্রসঙ্গে বলেন, ‘‘আরসিবি ও দলের সমর্থকদের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল। আমি কোনও দিন ভাবিনি অন্য দলের হয়ে খেলব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, আমি কেন বেশি টাকা চেয়েছিলাম। তাদের আমি বলতে চাই, আমি কিচ্ছু চাইনি। দলের ডিরেক্টর মাইক হেসন আমাকে ডেকে বলে বিরাট কোহলী, গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজকে তারা ধরে রেখেছে। আমার কাছে কিছু জানতে চাওয়া হয়নি।’’
আরও পড়ুন: RCB vs PBKS : ২০৫ রান করেও পাঞ্জাবের কাছে পরাজয় আরসিবির
পাশাপাশি তিনি (Yuzvendra Chahal) আরও বলেন, ‘‘ওরা আমাকে জিজ্ঞাসা করেনি আমি থাকতে চাই কি না। জিজ্ঞাসা করলে আমি থাকতে চাইতাম। টাকা শেষ কথা নয়। ওরা আমাকে বলে নিলামে কিনবে। কিন্তু সেটা করেনি। কথা দিয়ে কথা রাখেনি আরসিবি। কিন্তু আমি সারা জীবন ব্যাঙ্গালোরের সমর্থকদের একই রকম ভাবে ভালবাসব।’’