হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে ৩০ মার্চ, বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের তরফে প্রকাশিত একটি নির্দেশিকায় বলা হয়েছে, ওই দিন রাজ্যে সরকারি ছুটি থাকবে।

 

 

জানা যায় হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষ্যে আগামী ৩০ শে মার্চ মতুয়াদের পক্ষ থেকে বারুনী ধর্মমেলার অনুষ্ঠান করা হবে। মঙ্গলবার সেই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গলবার দিল্লি থেকে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ খবর জানিয়েছেন ঠাকুরবাড়ির সদস্য তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু কেন্দ্রীয় সরকারের জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীও বটে।

 

 

তাই মতুয়া সমাজকে স্বীকৃতি দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে বুধবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে ছুটি থাকবে‌। বন্ধ থাকবে স্কুল, কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

 

আরো পড়ুন:Mamata : রাজ্যের যুবকদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর